অকপটে
কত্ত কথা। পাহাড় সমুদ্র নদী ঝর্ণা। গুহা বন বনানী ও আকাশ এবং আকাশের কান্না।
সব ছাপিয়ে মানুষ! এরপর-তারপর-অতঃপর মানুষ! অকপটে মানুষ বলি...
প্রলাপ
ইতিহাস থেকে জানা, ‘উদ্দেশ্য পূরণে যে ব্যর্থ, ইতিহাস তার স্মৃতির প্রতি নির্মম’; ভাবার্থ- সফল হতে হবে।
এ পৃথিবীর আমরা আমি সবাই উদ্দেশ্য পূরণে সফল হতে পেরেছি কি? আমায়-আমাদের কেউই মনে রাখবে না। তবুও তো আমি-আমরা বেঁচে আছি- এই বেঁচে থাকাটুকু না-ই হলো ইতিহাস। আমরা বেঁচে আছি, বেঁচে থাকি...
আবার চলি
গত শতকের এক-তৃতীয়াংশ কেটে যাওয়ার পর জন্ম। গত শতকেই কৈশোর তারুণ্য যুবক হয়ে বেড় ওঠা।
এ শতকের শুরুতে কি যেন হলো...অনেকদিন কেটে যাওয়ার পর...আবার চলি...
একটু আধটু
জানি, সোজা কথা সোজা করে বলাই কবিতা নয়। মনের রঙে রাঙিয়ে বলতে হয় কবিতায়।
মনের রঙ...বলা যাবে না! তবুও একটু আধটু...

Friday, June 28, 2019

O God! I am a thirsty crow

Sohel Adi

Home, home, my sweet home!

Empty botles around
And frosty ices.

“Nor any drop to drink.”

“And never a saint took pity on
My soul in agony”


O God! I am a thirsty crow.

Inspired by :
Coleridge, Samuel Taylor
"The Rime of the Ancient Mariner"  

Monday, June 24, 2019

যমদূতের অট্টহাসি

Sohel Adi

"কথা বলতে ইচ্ছে করছে না"

কারো এতোটুকু অনীহা কতোটা
কষ্ট দিতে পারে কেউ কি তা জানে?

এলোমেলো পৃথিবী, এলোমেলো ভাবনা
ছোট্ট একটা দুর্ঘটনা! তারপর? তার আর
পর নাই। আরে নাহ্- তারও পর আছে-

বড় কোন দুর্ঘটনার অপেক্ষা! অতঃপর-
ঐকতানে মরাকান্না! নাকি মায়াকান্না?

(হা হা হা! যমদূতের অট্টহাসি!!!)

Thursday, June 20, 2019

আমি বর্ণান্ধ। প্রজাপতির রং আমায় টানে না

Sohel Adi

কেউ একজন বলেছিলো-
একটা প্রেমের কবিতা লিখো আমার জন্য।

তাকেই বলছি, প্রেম কী- সত্যিই আমি জানি না;
তো প্রেম আসবে কোত্থেকে! তোমাতে আমাতে যে 
যোজন যোজন ফাঁরাক- ষ্পর্শের অতীত, অনুভবেরও
অতীত। অতীত ধোঁয়াচ্ছন্ন, আবছা। আলো নয় আলেয়া।

প্রেম কী- সত্যিই জানতে চাও? তবে বলি, শোন-

"প্রেম যেন এক প্রজাপতি চোখে এসে বসে
স্মৃতি হয়ে থাকে তোলা মনেরই আরসে..." 

আমি বর্ণান্ধ। প্রজাপতির রং আমায় টানে না।
তাই আমি বলি কি- তুমি বরং অন্যের
নায়েই ওঠো, অন্যের হাতটাই ধরো।

to listen full song "prem jeno ek projapoti"
by Niaz Mohammad Chowdhury @ gaanbangla.tv

please click on link bellow:

https://www.youtube.com/watch?v=AzaDJZTe4UE

শুভ সকাল

Sohel Adi

মৃত মানুষেরা হাসে না, কাঁদে না, কথাও বলে না।
বোধ করি, সে কারণেই এদের মুখগহ্বরে
নাসিকারন্ধ্রে, কর্ণকূহরে পিঁপড়েদের
অবাধ যাতায়াত।

আমি কি মরে গেছি নাকি দুঃস্বপ্ন দেখছি?
কেউতো একজন আছে- যে আমার ঘুম
ভাঙাবে। বলবে- শুভ সকাল।

Wednesday, June 19, 2019

ভেজা কাক হবো আমি

Sohel Adi

বৃষ্টিতে ভিজবে তুমি? আমি কিন্তু ভিজবো।
কী আর হবে? খুব জোর- জ্বরটা
আরেকটু বাড়বে। তাতে কী?
মরেতো যাবো নাহ্!



ভেজা কাক হবো আমি!

soheladi | Copyright © 2015 | Design : Blogger Template and Templatelib | Concept : CPRON Team | Developed by : Sohel Adi | |